আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ
১০০বছরে ৬০০টি ভাষা বিলুপ্তি হয়ে গেছে। ভাষা বিলুপ্তির হার প্রতি ২সপ্তাহে একটি।
সারা বিশ্বে ২০৭টি দেশ আছে। যার মোট জনসংখ্যা প্রায় ৭০০কোটি। এর মধ্যে ৯০টি দেশে আদিবাসী সংখ্যা অধিক আছে। সারা বিশ্বে প্রায় ৭হাজার আদিবাসী ভাষা আছে। আর আদিবাসীদের ৫হাজার আলাদা আলাদা সংস্কৃতি আছে। বিশ্বে প্রায় ৫৫কোটি আদিবাসী আছে।
বর্তমানে সারা বিশ্ব মাত্র ২৩টি ভাষার উপর নির্ভরশীল হয়ে আছে। ২৬৮০টি আদিবাসী ভাষা ‘ডেঞ্জার জোনে’ আছে। যে ভাষায় ১০০০জনের কম লোক কথা বলে সেই ভাষা ডেঞ্জার জোনে বা বিলুপ্তির পথে আছে বলে চিহ্নিত করা হয়। ১৯০১-২০০০সাল এই ১০০বছরে ৬০০টি ভাষা বিলুপ্তি হয়ে গেছে। ভাষা বিলুপ্তির হার, প্রতি ২সপ্তাহে একটি ভাষা হারিয়ে যাচ্ছে। এই শতাব্দীতেও যদি এই হার বহাল থাকে তবে পৃথিবী থেকে প্রায় ৯৫% শতাংশ ভাষা হারিয়ে যাবে।
একটি ভাষা হারিয়ে যাওয়া মানে, সেই ভাষার ঞ্জান, বিঞ্জান, শিক্ষা, অভিঞ্জতা, সংস্কৃতি, ধর্ম সমস্ত কিছুই হারিয়ে যাওয়া। আর সেজন্যই রাষ্ট্রপুঞ্জ এই চলতি বৎসরকে আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ (International Year of Indigenous Languages – IYIL2019) হিসাবে ঘোষণা করেছে।
রাষ্ট্রপুঞ্জের আদিবাসী বিষয়ক স্থায়ী কমিটি (UN Permanent Forum on Indigenous Issues)-র এক রেজুলেশনের (Resolution 71/178) ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভাতে, ১৯ ডিসেম্বর ২০১৬ তারিখ ঘোষণা করে – ২০১৯ সাল কে “আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ (IYIL2019)” হিসাবে পালন করা হবে। এর Co-ordinating agency হিসাবে UNESCOকে দায়িত্ব দেওয়া হয়।
No comments:
Post a Comment