
বীরভূম জেলার সিউড়ির বড়বাগানের আব্দারপুর ফুটবল ময়দানে আয়োজিত হতে চলেছে ‘বীরবান্টা বাজাল মেলা-২০১৯’। ১৯শে জানুয়ারি এই মেলা আয়োজিত হবে। আদিবাসী গাঁওতার উদ্যোগে ও আব্দারপুর আদিবাসী সুশার গাঁওতার পরিচালনায় এবং সিউড়ি আব্দারপুর স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এই মেলা আয়োজিত হবে।
No comments:
Post a Comment