SANTHALDISHOM(সানতাল দিশোম): 04/14/19

Sunday 14 April 2019

তেরেল বিলি


বির দিশম বুরু কোচা,
মেনাঃ রেঁহ উমুল৷
চৗৎ বৗইশৗখ লল সিতুং,
হড়মো আহুল বাকুল৷৷
রেঁঙ্গেচ ঘারঞ্জ সার্দি তিকিন,
তাঁহেন রেঁহ এলাং৷
বুরু রেনাঃ তেরেল তারপ্,
চালাঃ আলে হালাং৷৷
শহর বাজার বিলৗৎ দিশম,
ইদি আলে সাঁগিঞ৷
সলহে লাগিৎ কাউডি আনাট,
হাট রেঁহ লে আখরিঞ৷৷
সুতুঃ সুমুং জিওয়ী জাতি,
লাচ্ রেঙ্গেচ জ্বালা ৷
সানাম,কোঠেন দাম লে দহয়,
গেল বার টাকা খালাঃ৷৷
দারে রেনাঃ জঃ বিলি,
সিবিল সড়ম কাশা৷
সানাম কওয়া মেনাঃ যদি,
জম রেনাঃ আশা৷৷

Image may contain: 2 people, fruit, food and outdoor

গো-হত্যার অভিযোগ ঝাড়খণ্ডে আদিবাসী যুবককে পিটিয়ে খুন

গো-হত্যার অভিযোগ ঝাড়খণ্ডে আদিবাসী যুবককে পিটিয়ে খুন

#রাঁচি: গো-হত্যার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হল ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন ৷ মৃত ব্যক্তির নাম প্রকাশ লাখরা ৷
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ৷ গো-হত্যার অভিযোগে আচমকা গ্রামের বেশ কয়েকজন এসে ওই চার ব্যক্তির সঙ্গে বচসা শুরু করে ৷ এরপর তাদের উপর চড়াও হয় ৷ বেধড়ক মারধার করা হয় ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের ৷ বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে 

ঠুরগা মামলায় হাইকোর্টে রাজ্য সরকারের ধাপ্পাবাজি ফাঁস, শোষিত পুরুলিয়ার আদিবাসীরা


অযোধ্যা পাহাড়ে এফআরএ’র সাংবিধানিক অধিকার লুণ্ঠন করে জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের তাড়িয়ে অন্ততঃ ১০ লক্ষ গাছ ধ্বংস করার প্রকল্প হল ঠুরগা পাওয়ার ড্যাম প্রকল্প। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সাধারণ মানুষ জমির লড়াইয়ের পাশাপাশি চালাচ্ছেন কোর্টের লড়াইও।
গত ১১ এপ্রিল সরকার পক্ষের উকিল অনুপস্থতিত হওয়ায় ১২ এপ্রিল আবার শুনানি হলো। বিচারক দেবাংশু বসাকের এজলাসে পুরুলিয়া জেলা শাসকের পক্ষের উকিল অবশেষে স্বীকার করেই নিলেন যে, জেলাশাসকের দফতর থেকে অযোধ্যায় প্রকল্পগুলির যে ছাড়পত্র দেওয়া হয়েছিলো তাতে রয়েছে অনেক ‘ভ্রান্তি’। বলার অপেক্ষা রাখে না এই ‘ভ্রান্তি’ আসলে পরিকল্পনা মাফিক দুর্নীতি। ইতিমধ্যেই জেলাশাসক তার অধঃস্তন আধিকারিকদের চাপ দিয়েছিলেন ফরেস্ট ক্লিয়ারেন্সের ব্যাপারে। দ্রুত ক্লিয়ারেন্স দিতে হবে এই মর্মে তিনি ম্যান্ডেটও জারী করেছেন অতীতে। এই কথাগুলি যে আসলে সত্যি সেটিই কোর্টে প্রমানিত হলো। আগামী শুনানি বুধবার।
পরিবেশ আন্দোলন-কর্মী সৌরভ প্রকৃতিবাদী আমাদের জানান, জেলাশাসক প্রশাসনের অন্তর্ভুক্ত একজন উচ্চপদস্থ আধিকারিক। তার ওপর ন্যাস্ত থাকে সাংবিধানিক অধিকার রক্ষার দায়। সেই  এই ‘ভ্রান্তি’ আসলে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক স্বৈরচারিতার প্রকাশ। রাজ্য সরকার এই অসংবিধানিক কাজ করার জন্য আগামী দিনে অভিযুক্ত হবেন এই আশা রাখি। সেই সঙ্গে আমাদের প্রত্যাশা অযোধ্যা পাহাড়ের জঙ্গল-নির্ভর আদিবাসী মানুষের সাংবিধানিক অধিকার রক্ষিত হবে এবং জল-জঙ্গল-নদী প্রকৃতির অধিকার রক্ষিত হবে।

বীরভূম জেলার সিউড়িতে স্বাধীনতা সংগ্রামী বাজাল এর নামে মেলা

 বীরভূম জেলার সিউড়ির বড়বাগানের আব্দারপুর ফুটবল ময়দানে আয়োজিত হতে চলেছে ‘বীরবান্টা বাজাল মেলা-২০১৯’। ১৯শে জানুয়ারি এই মেলা আয়োজিত...