SANTHALDISHOM(সানতাল দিশোম): 04/07/19

Sunday 7 April 2019

ভোট চাইতে গিয়ে সাঁওতালি গানে নাচলেন নুসরাত

ভোটপ্রচারে গিয়ে নাচলেন নুসরাত

জোর কদমে ভোট প্রচারে নেমেছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। শুটিংকর্ম একদমই ক্লোজ রেখে ভোটপ্রাচারেই ব্যাস্ত তারকা তৃণমূল প্রার্থী নুসরাত জাহান ।
এদিন বসিরহাটের সুন্দরবন লাগোয়া জোগেশগঞ্জে কর্মীসভার আয়োজনে যোগদানরত আদিবাসী মহিলা কর্মীদের সাথে সাঁওতালি নাচে মেতেছেন নায়িকা নুসরাত। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলে নতুন তারকারা হলেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান । যাদবপুর কেন্দ্র থেকে মিমি এবং বসিরহাট কেন্দ্র থেকে নুসরাত কে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী মমতা । তবে এবার আসানসোল থেকে বাঁকুড়ার বর্তমান সাংসদ মুনমুন সেনকে প্রার্থী করা হয়েছে। এ ছাড়া পুনরায় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন অভিনেতা দেব এবং শতাব্দী রায় যথাক্রমে ঘাটাল এবং বীরভূম কেন্দ্র থেকে।

কেরল থেকে প্রথম আদিবাসী মহিলা হিসেবে সিভিল সার্ভিস পাশ করলেন এই যুবতী


সদ্য সমাপ্ত সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে নজির গড়লেন কেরলের ওয়ানারের বছর বাইশের যুবতী শ্রীধন্যা সুরেশ। কেরল থেকে প্রথম আদিবাসী মহিলা হিসেবে সিভিল সার্ভিস পাশ করলেন এই যুবতী। তালিকায় ৪১০ র‌্যাঙ্ক করেছেন তিনি। ইতিমধ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থেকে শুরু করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শুভেচ্ছা জানিয়েছেন শ্রীধন্যকে। এই ওয়ানার থেকেই এবার লোকসভা নির্বাচনে লড়বেন রাহুল। শ্রীধন্যার এই সাফল্যে তিনি টুইট করেন, ‘‌শ্রীধন্যার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করেছে। শ্রীধন্যা এবং তাঁর পরিবারকে শুভেচ্ছা। আশা করি যে কেরিয়ার সে বেছে নিয়েছে তাতে সফল হবে।’‌ ফেসবুক পোস্টে পিনারাই বিজয়ন লেখেন, ‘‌সামাজিক বাধা বিপত্তির সঙ্গে লড়াই করে দুর্দান্তভাবে সিভিল সার্ভিস পাশ করেছে শ্রীধন্যা। তাঁর এই সাফল্য অন্যান্য ছাত্র–ছাত্রীদেরও উৎসাহ জোগাবে।’ শ্রীধন্যাকে শুভেচ্ছা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমান চাণ্ডিও। এদিকে, যাঁকে নিয়ে এত উচ্ছ্বাস, সেই শ্রীধন্যা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি যেখানে থাকি, সেটি এ রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা। এখানে প্রচুর সংখ্যক আদিবাসী থাকেন, অথচ এখান থেকে কোনও আদিবাসী আইএএস অফিসার নেই।‌ আশা করি, আমার সাফল্য ভবিষ্যতে প্রজন্মকে সমস্ত বাধা বিপত্তি টপকে সফল হওয়ার জন্য উৎসাহ প্রদান করবে।’‌‌

সাঁওতালি কথা ও সাহিত্যের উপর জাতীয় স্তরের সেমিনার বাঁকুড়ায়।




 বাঁকুড়া:-অন্য আঙ্গিকে  হল  জাতীয়  স্তরের সাঁওতালি  সেমিনার।বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়ের  ব্যবস্থাপনায় গত 29 মার্চ  2019।দুপুর 11 টা থেকে বিশ্ববিদ্যালয়ের  সেমিনারে  হলে   বিশেষ অতিথি  রেজিস্টার  ড: দেবাশিষ মজুমদার  প্রদীপ প্রজ্জলনের মাধ্যমের সেমিনারের শুভ সূচনা করেন।সেমিনারে  প্রধান অতিথি  ও  উদ্বোধক ছিলেন বিশিষ্ট  সাঁওতালি  লেখক ও তেতরে পত্রিকার সম্পাদক- মহাদেব হাঁসদা।  উপস্থিত  ছিলেন  বিশ্ববিদ্যালয়  বিভিন্ন  ডিপার্টমেন্টের  প্রফেসারগন ।সেমিনারে "কী নোট"  বক্তব্য  রাখেন সাঁওতালি  ডিপার্টমেন্টের  ভারপ্রাপ্ত  বিভাগীয়  প্রধান  অ্যাসিস্ট্যান প্রফেসার  অঞ্জন কর্মকার। টেকনিক্যাল   প্রথম  সেশনের   চ্যায়ারপারসন ছিলেন মহাদেব  হাঁসদা। 
রিসোর্স  পারসন ছিলেন একাডেমী  পুরস্কার  প্রাপ্ত  লেখক বাদল হেমব্রম। তিনি উপন্যাস  বিষয়ে বক্তব্য  রাখেন  বাদল হেমব্রম।  সিধো কানু বিরসা  বিশ্ববিদ্যালয়ের  সাঁওতালি  ডিপার্টমেন্টের  অ্যাসিস্ট্যান্ট  প্রোফেসর শ্রীপতি  টুডু। তাঁর পেপার ছিল- সাঁওতালি উপন্যাসের ইতিহাস  বিষয়ে।আর এক একাডেমী পুরস্কার প্রাপ্ত লেখক  ভগলা সরেন নাটক বিষয়ে তার বলিষ্ঠ  পেপার উপস্থাপন  করেন। বক্তব্য  রাখেন  মাস্টার  ট্রেনের তথা বাঁকুড়া  বিশ্ববিদ্যালয়ের  সাঁওতালি ডিপার্টমেন্টের  প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট   প্রোফেসর  রবীন্দ্রনাথ  মুরমু।  মধ্যহ্ন বিরতির  পর বিশ্ববিদ্যালয়  ছাত্রছাত্রীরা  দং নাচ গান পরিবেশন করেন। উল্লেখ,  বিশ্ববিদ্যালয়ের  ভাইশ চ্যানসেলর প্রোফেসর  দেব নারায়ন বন্দ্যোপাধ্যায়  সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের  জন্য এক জোড়া  করে মাদল, টামাক, রেগড়া , ঝমর কিনে দিয়েছেন।  যা দিয়ে  দারাম অনুষ্ঠান   অভিভূত  করে উপস্থিত  সকলকে।। নৃত্য  ও  বাদক শিল্পী রা দক্ষ  ,শৈলীর পরিচয়  দিয়েছেন। তারপর 
মধ্যাহ্ন বিরতির  পর শুরু হয় দ্বিতীয়  পর্বের টেকনিক্যাল  সেশন।তিনটি স্থানে একই সঙ্গে  শুরু  হয় এই পর্ব।মেইন স্টেজে পেপার প্রেজেন্ট করেন বিভিন্ন  কলেজ ও ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর  ও রিসার্চ  স্কলার গন।  চেয়ারপারসন  ছিলেন  বির্সামুন্ডা  মেমোরিয়াল কলেজের  সাঁওতালি  ডিপার্টমেন্টের  অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর  সুনীল কুমার মান্ডী। একই সঙ্গে স্টুডেন্টদের  পেপার প্রেজেন্ট।বিশ্ববিদ্যালয়ের  সাঁওতালি  বিভাগের 313 ও 314 নম্বর  রুমে। চেয়ারপারসন  ছিলেন রানীবাঁধ  ছিঃ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর   বৈদ্যনাথ  হাঁসদা   ও সীতারাম মাহাতো  কলেজের  অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর  -রাজ কিশোর মুরমু'। বিদ্যাসাগর , বর্ধমান, বিশ্বভারতী,  সিধো কানু বিরসা  বিশ্ববিদ্যালয়  ছাত্রছাত্রীদের অংশগ্রহণ  করতে দেখা যায়। সেমিনার সুন্দর  ভাবে সফল করতে প্রোফেসরগন  ছাত্রছাত্রীদের  উদ্যোগ  উল্লেখ  করার মতো।ভালিডিক্টোরি সেসন তথা বিদায়ী  পর্বে  ভাষ্য দেন সার সাগুন  পত্রিকার সম্পাদক   মলিন্দ হাঁসদা। ধন্যবাদ  জ্ঞাপন  করেন বাঁকুড়া  ইউনিভার্সিটির ,সাঁওতালি  ডিপার্টমেন্টের  অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর  -ফটিক মুরমু । তিনি জানান এই বছর সাঁওতালি  বিভাগের  উদ্যোগে তৃতীয়  বছরের সেমিনার।  সকলের সাথে  বাঁকুড়া  ইউনিভার্সিটির ভাইস চ্যানসেলর  প্রোফেসর  দেব নারায়ন বন্দ্যোপাধ্যায়  ও রেজিস্টার  ড: দেবাশিস মজুমদার  সহযোগিতা  ও উৎসাহদান বার বার উল্লেখ  করেন। সেমিনারে  উপস্থিত  সকলে সমৃদ্ধ  হয়েছেন বলে জানা  যায়।

শিখনৗত সান্দেশ

বাহা (পরিমল হাঁসদা)



বীরভূম জেলার সিউড়িতে স্বাধীনতা সংগ্রামী বাজাল এর নামে মেলা

 বীরভূম জেলার সিউড়ির বড়বাগানের আব্দারপুর ফুটবল ময়দানে আয়োজিত হতে চলেছে ‘বীরবান্টা বাজাল মেলা-২০১৯’। ১৯শে জানুয়ারি এই মেলা আয়োজিত...