
বাঁকুড়া:-অন্য আঙ্গিকে হল জাতীয় স্তরের সাঁওতালি সেমিনার।বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়ের ব্যবস্থাপনায় গত 29 মার্চ 2019।দুপুর 11 টা থেকে বিশ্ববিদ্যালয়ের সেমিনারে হলে বিশেষ অতিথি রেজিস্টার ড: দেবাশিষ মজুমদার প্রদীপ প্রজ্জলনের মাধ্যমের সেমিনারের শুভ সূচনা করেন।সেমিনারে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বিশিষ্ট সাঁওতালি লেখক ও তেতরে পত্রিকার সম্পাদক- মহাদেব হাঁসদা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসারগন ।সেমিনারে "কী নোট" বক্তব্য রাখেন সাঁওতালি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অ্যাসিস্ট্যান প্রফেসার অঞ্জন কর্মকার। টেকনিক্যাল প্রথম সেশনের চ্যায়ারপারসন ছিলেন মহাদেব হাঁসদা।
রিসোর্স পারসন ছিলেন একাডেমী পুরস্কার প্রাপ্ত লেখক বাদল হেমব্রম। তিনি উপন্যাস বিষয়ে বক্তব্য রাখেন বাদল হেমব্রম। সিধো কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর শ্রীপতি টুডু। তাঁর পেপার ছিল- সাঁওতালি উপন্যাসের ইতিহাস বিষয়ে।আর এক একাডেমী পুরস্কার প্রাপ্ত লেখক ভগলা সরেন নাটক বিষয়ে তার বলিষ্ঠ পেপার উপস্থাপন করেন। বক্তব্য রাখেন মাস্টার ট্রেনের তথা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি ডিপার্টমেন্টের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর রবীন্দ্রনাথ মুরমু। মধ্যহ্ন বিরতির পর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা দং নাচ গান পরিবেশন করেন। উল্লেখ, বিশ্ববিদ্যালয়ের ভাইশ চ্যানসেলর প্রোফেসর দেব নারায়ন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য এক জোড়া করে মাদল, টামাক, রেগড়া , ঝমর কিনে দিয়েছেন। যা দিয়ে দারাম অনুষ্ঠান অভিভূত করে উপস্থিত সকলকে।। নৃত্য ও বাদক শিল্পী রা দক্ষ ,শৈলীর পরিচয় দিয়েছেন। তারপর
মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্বের টেকনিক্যাল সেশন।তিনটি স্থানে একই সঙ্গে শুরু হয় এই পর্ব।মেইন স্টেজে পেপার প্রেজেন্ট করেন বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর ও রিসার্চ স্কলার গন। চেয়ারপারসন ছিলেন বির্সামুন্ডা মেমোরিয়াল কলেজের সাঁওতালি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর সুনীল কুমার মান্ডী। একই সঙ্গে স্টুডেন্টদের পেপার প্রেজেন্ট।বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের 313 ও 314 নম্বর রুমে। চেয়ারপারসন ছিলেন রানীবাঁধ ছিঃ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর বৈদ্যনাথ হাঁসদা ও সীতারাম মাহাতো কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর -রাজ কিশোর মুরমু'। বিদ্যাসাগর , বর্ধমান, বিশ্বভারতী, সিধো কানু বিরসা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে দেখা যায়। সেমিনার সুন্দর ভাবে সফল করতে প্রোফেসরগন ছাত্রছাত্রীদের উদ্যোগ উল্লেখ করার মতো।ভালিডিক্টোরি সেসন তথা বিদায়ী পর্বে ভাষ্য দেন সার সাগুন পত্রিকার সম্পাদক মলিন্দ হাঁসদা। ধন্যবাদ জ্ঞাপন করেন বাঁকুড়া ইউনিভার্সিটির ,সাঁওতালি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর -ফটিক মুরমু । তিনি জানান এই বছর সাঁওতালি বিভাগের উদ্যোগে তৃতীয় বছরের সেমিনার। সকলের সাথে বাঁকুড়া ইউনিভার্সিটির ভাইস চ্যানসেলর প্রোফেসর দেব নারায়ন বন্দ্যোপাধ্যায় ও রেজিস্টার ড: দেবাশিস মজুমদার সহযোগিতা ও উৎসাহদান বার বার উল্লেখ করেন। সেমিনারে উপস্থিত সকলে সমৃদ্ধ হয়েছেন বলে জানা যায়।
No comments:
Post a Comment