SANTHALDISHOM(সানতাল দিশোম): সাঁওতালি প্রাথমিক শিক্ষা, সঙ্গীত ও বাদ্যযন্ত্র শেখানোর নিরলস প্রচেষ্টা

Wednesday, 14 November 2018

সাঁওতালি প্রাথমিক শিক্ষা, সঙ্গীত ও বাদ্যযন্ত্র শেখানোর নিরলস প্রচেষ্টা

এই সংস্থা সাঁওতালি প্রাথমিক শিক্ষা, সঙ্গীত ও বাদ্যযন্ত্র শেখানোর এক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এভেন তারাস প্রতিবেদনঃ সাঁওতালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ভারতের প্রাচীন ও অন‍্যতম। বলা হয়– ‘The Santali is the base language of the world’. বিভিন্ন সংগঠন এর প্রসারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরকমই একটি সংগঠন ‘খেরওয়ালগাড় একাডেমী এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন’। এই সংগঠন ‘অল ইন্ডিয়া সান্তালি মিউজিক একাডেমী’র অন্তর্গত বাঁকুড়ার রাঢ় একাডেমীতে কেশরা রেলগেটের নিকট সাঁওতালি প্রাথমিক শিক্ষা, সঙ্গীত ও বাদ্যযন্ত্র শিক্ষার এক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই প্রতিষ্ঠানের সদস্য নির্মল মান্ডি জানালেন— ‘সাঁওতাল ছেলে মেয়েরা সাঁওতালি ভাষা জানলেও সাঁওতালি ভাষার লিপি অলচিকি, সাঁওতালি গান ও বাজনা শেখার সুযোগ পাচ্ছে না। এই প্রতিষ্ঠান তাদের এই সুযোগের ব‍্যবস্থা করে দিচ্ছে। এই প্রতিষ্ঠানে যেকোনো বয়েসের ব‍্যক্তি ভর্তি হয়ে শিক্ষা অর্জন করতে পারে’।

No comments:

Post a Comment

বীরভূম জেলার সিউড়িতে স্বাধীনতা সংগ্রামী বাজাল এর নামে মেলা

 বীরভূম জেলার সিউড়ির বড়বাগানের আব্দারপুর ফুটবল ময়দানে আয়োজিত হতে চলেছে ‘বীরবান্টা বাজাল মেলা-২০১৯’। ১৯শে জানুয়ারি এই মেলা আয়োজিত...