SANTHALDISHOM(সানতাল দিশোম): শিলদা'র চুনারাম টুডু ট্যালেন্ট সার্চে দ্বিতীয়

Thursday 29 March 2018

শিলদা'র চুনারাম টুডু ট্যালেন্ট সার্চে দ্বিতীয়

বিনপুর, ঝাড়গ্রাম: বাঁকুড়ার পন্ডিৎ রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয় থেকে সাঁওতালি তে  অনার্স সহ   বাংলা ও সংস্কৃত অনার্স  গ্রাজুয়েট হয়ে পেটের তাগিদে কোম্পানীর অধীনে রেলে জেনারেটার অপারেটর, কখনও  টাটানগর  থেকে কেরালার এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের ইলেক্ট্রিক পরিসেবা দিতে হচ্ছে। যে সময় চুনারাম টুডু কে ফোনে পাওয়া গেল, তখন কেরালার অ্যালেন্টিতে ট্রেন যাত্রীদের পরিসেবা দিতে ব্যস্ত। সার সাগুন ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন-2017'তে দ্বিতীয় হবার হবার খবর বেশ কিছুদিন আগেই জানা হয়ে গেছে বলে, আনন্দটা বন্ধু বান্ধব আত্মীয় দের শেয়ার করে আনন্দ পর্বটা অনেকটাই শেষ করে ফেলেছেন। অভাবের তাগিদে কাজের সন্ধানে বাইরে থাকলেও সাঁওতালি মেধা সন্ধানের খবর রাখেন চুনারাম টুডু । তিনি জানান, বিগত দিনে অন্য সংস্থার মেধা সন্ধান পরীক্ষাতেও ভাল ফল করেছেন। ২০১৪ সালে নবম স্থানাধিকারী হয়ে সাইকেল পুরষ্কার পেয়েছেন। সেই রকম ২০১৫ সালে তৃতীয় ও ২০১৬ সালে ষষ্ঠ স্থান দখল করেছেন। চুনারাম বাবুর বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার আসাকাথি'র নিকট রাজকুসমা গ্রামে। বাবা মঙ্গল। মা রানী। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন-2017 তে চুনারাম বাবুর রোল নম্বর ছিল ৭৮২। একশ নম্বরের মধ্যে ৮২.৫০ পেয়ে দ্বিতীয় হয়েছেন। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জন্য নতুন করে প্রস্তুতি না নিয়ে পরিমল হেম্ব্রমের সাঁওতালি সাহিত্যের ইতিহাস নিয়ম করে পড়েন। তার সঙ্গে সান্তাড়ি কুকলি তেলা বইটিও রাত জেগে পড়েছেন। দুটি বই'ই ব্যাগে সব সময় থাকত। আর সময় আর সুযোগ পেলেই বই দুটিতে চোখ বোলাতেন। চুনারাম বাবু খুব সন্তুষ্ট হয়েছেন, কেন্দ্রীয় ভাবে একই জায়গাতে পরীক্ষা কেন্দ্র হবার জন্য। যেখানে  সকল পরীক্ষার্থী দের মিলিত হবার সুযোগ এবং পরীক্ষায় দুর্নীতির সম্ভাবনা কম থাকে।

No comments:

Post a Comment

বীরভূম জেলার সিউড়িতে স্বাধীনতা সংগ্রামী বাজাল এর নামে মেলা

 বীরভূম জেলার সিউড়ির বড়বাগানের আব্দারপুর ফুটবল ময়দানে আয়োজিত হতে চলেছে ‘বীরবান্টা বাজাল মেলা-২০১৯’। ১৯শে জানুয়ারি এই মেলা আয়োজিত...