SANTHALDISHOM(সানতাল দিশোম): ভারত দিশম মাঝি মাডোয়া (BHARAT DISOM MAJHI MADOWA)-র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গঠন।

Tuesday, 28 August 2018

ভারত দিশম মাঝি মাডোয়া (BHARAT DISOM MAJHI MADOWA)-র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গঠন।


গত রবিবার ২৫/০৮/২০১৮ মেদিনীপুর শহরে এক আলোচনার মাধ্যমে “ভারত দিশম মাঝি মাডোয়া”-র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গঠন কর্মসূচি সম্পন্ন হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশম মাঝি মানতান পূর্ণচন্দ্র সরেন, দিশম গোডেৎ মানতান সলিল মান্ডি, দিশম পারানিক মানতান মানু হাঁসদা, কেন্দ্রীয় কমিটির সভাপতি মানতান প্রদীপ কুমার হাঁসদা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মানতান কার্ত্তিক হাঁসদা, রাজ্য সভাপতি মানতান পিকু মান্ডি, ঝাড়গ্রাম জেলা দায়িত্বপ্রাপ্ত মানতান রূপচাঁদ সরেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

বীরভূম জেলার সিউড়িতে স্বাধীনতা সংগ্রামী বাজাল এর নামে মেলা

 বীরভূম জেলার সিউড়ির বড়বাগানের আব্দারপুর ফুটবল ময়দানে আয়োজিত হতে চলেছে ‘বীরবান্টা বাজাল মেলা-২০১৯’। ১৯শে জানুয়ারি এই মেলা আয়োজিত...