SANTHALDISHOM(সানতাল দিশোম): জাল ST Certificate এর বিরুদ্ধে আগামী সোমবার ২৩ শে জুলাই, ২০১৮ নদীয়া-উত্তর ২৪ পরগণা মাঝি মাডোয়ার ডেপুটেশন।

Monday, 23 July 2018

জাল ST Certificate এর বিরুদ্ধে আগামী সোমবার ২৩ শে জুলাই, ২০১৮ নদীয়া-উত্তর ২৪ পরগণা মাঝি মাডোয়ার ডেপুটেশন।


জাল ST Certificate এর বিরুদ্ধে আগামী সোমবার ২৩ শে জুলাই, ২০১৮ নদীয়া-উত্তর ২৪ পরগণা মাঝি মাডোয়ার ডেপুটেশন।
জাল ST Certificate প্রদান ও জালিয়াতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী সোমবার ২৩ শে জুলাই, ২০১৮ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আদিবাসী সামাজিক সংগঠন ‘নদীয়া-উত্তর ২৪ পরগণা মাঝি মাডোয়া’ এর নেতৃত্বে আদিবাসীরা প্রতিবাদপত্র ও ডেপুটেশন দেবেন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির তালিকায় অনেক অ-আদিবাসীরা Schedule Tribe (ST) হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এইভাবে অ-আদিবাসীরা Schedule Tribe (ST) হিসেবে তালিকাভুক্ত হওয়ায় আসল আদিবাসীরা Schedule Tribe (ST) হিসেবে সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। আদিবাসীদের স্বার্থ সুরক্ষা করতেই এই ডেপুটেশন বলে জানান উদ্যোগতারা।

No comments:

Post a Comment

বীরভূম জেলার সিউড়িতে স্বাধীনতা সংগ্রামী বাজাল এর নামে মেলা

 বীরভূম জেলার সিউড়ির বড়বাগানের আব্দারপুর ফুটবল ময়দানে আয়োজিত হতে চলেছে ‘বীরবান্টা বাজাল মেলা-২০১৯’। ১৯শে জানুয়ারি এই মেলা আয়োজিত...