অভিনন্দন লালু হেমব্রম
লালু কয়েক লক্ষ টাকার লটারি পেয়ে শিরোনামে আসেনি!
বরং কয়েক লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে লড়াই করে মেডিক্যালে স্থান দখল করেছে।
# আমাদের গর্ব পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির #লালু_হেমব্রমের কথা বলছি.... জীবনে অনেক বাধা প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন মেদিনীপুর মেডিক্যাল কলেজে MBBS পাঠরত....অল্প বয়সেই পিতৃহারা হয়েও জীবন যুদ্ধের লড়াই থেকে পিছপা হয়নি.... বরং ধীরে ধীরে নিজেকে শক্ত করে নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইটা লড়েছে... যখন খবর পাই মেদিনীপুর শহরের এক সেবামূলক প্রতিষ্ঠান #মেদিনীপুর_স্যোসাল_ওয়েলফেয়ার_ফোরাম লালু হেমব্রমকে সংবর্ধিত করবে এবং আর্থিক সহায়তা প্রদান করবে, তখন আমরাও উনাদের আমন্ত্রণে #মেদিনীপুর_ছাত্রসমাজ ওখানে উপস্থিত থেকে লালুকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং সেই সাথে আশীর্বাদ স্বরূপ কিছু পরিমাণ অর্থ লালুর হাতে তুলে দিই.... ধন্যবাদ জানাই ফোরামের সভাপতি সত্যব্রত রায়, সম্পাদক নিত্যানন্দ পন্ডা, অশোক চক্রবর্তী মহাশয় সহ সকল কর্মকর্তাদের, এই সুন্দর অনুষ্ঠানে সাক্ষী থাকার সুযোগ করে দেওয়ার জন্য..... যদিও এই মানবিক সংগঠন ছাত্রসমাজকে বিভিন্ন সময়ে সাহায্য করে থাকে এবং অনেকগুলো কাজ আমরা একযোগে হাতে হাত ধরে করে থাকি।লালুর আগামী দিনের চলার পথ আরও সুন্দর হোক মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।সর্বোপরি লালু অসহায় মানুষের প্রকৃত সেবা দেওয়ার মতো মানবিক ডাক্তার হয়ে ওঠ..... তোর চলার পথে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা দুটোই সবসময় থাকবে....
(কৃষ্ণগোপালের ওয়াল থেকে)
No comments:
Post a Comment